মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা জনাব ফজলুল হক সাহেবের আত্মজীবনী মূলক বই ‘‘দুস্থ মানুষের ন্যায়বিচারের অন্বেষণে’’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছেন ‘ঘাস ফুল নদী’ প্রথাবিরোধী প্রকাশনা প্রতিষ্টান। বইটির মূল্য ৩০০/- (তিনশত) টাকা। বইটি আপনাদের পড়ার সুবিধার্থে সফট কপি ওয়েব সাইটে প্রকাশ করা হল।বইটির প্রচ্ছেদের উপর ক্লিক করে সফট কপিটি ডাউনলোড করে নেওয়া যাবে (ডাউনলোড)। বইটি কেউ ক্রয় করতে চাইলে নিম্মে কয়েকটি ঠিকানা দেওয়া হলঃ-
১) আদনান এন্ড আরমান ল বুকস, র্কোট রোড়, চট্রগ্রাম।
২) নিউ নেশন বুক সপ, সিলেট।
৩) বুক ভিউ, নিউ মার্কেট, ঢাকা।
৪) বরিশাল বুক ভিউ, বরিশাল।
৫) বুক সিন্ডিকেট, নিউ মার্কেট, ঢাকা।
৬) গ্রীণ লাইব্রেরী, মাদারীপুর।
৭) বই বিতান, ফরিদপুর।